সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে ধর্ষণের ফলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী অন্তসত্ত্বা; বিএনপি নেতা গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ২২:২৬

শেয়ার

টাঙ্গাইলে ধর্ষণের ফলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী অন্তসত্ত্বা; বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় সদ্য বহিষ্কৃত এক বিএনপির নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। সোমবার বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে ইসমাইল হোসেন (৫৫)। তিনি ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ধর্ষণের ফলে ওই তরুণী প্রায় ৬ মাসের অন্তসত্ত্বা হয়ে পড়ে।

সোমবার রাত ৮টার দিকে র‌্যাব-১৪ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার কাউছার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান।

ধর্ষণের বিষয়টি জানাজানি হলে ইসমাইল হোসেনকে গত শুক্রবার জেলা বিএনপি দল থেকে বহিষ্কার করে। এর পর থেকে ইসমাইল পলাতক ছিলেন।

কোম্পানী কমান্ডার কাউছার বাঁধন বলেন, এ ঘটনায় গত বৃহস্পতিবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে তিনি আত্মগোপনে চলে যায়। এঘটনাটি ব্যাপক আলোচনা হলে র‌্যাব তদন্ত শুরু করে। পরে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।



banner close
banner close