সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হলো আহত বিজিবি সদস্যকে

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ২১:২৪

শেয়ার

হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হলো আহত বিজিবি সদস্যকে
ছবি: বাংলা এডিশন

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারযোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে টহলরত অবস্থায় স্থল মাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক মোঃ আক্তার হোসেন।

গত (১২ অক্টোবর) আনুমানিক সকাল ১০টা ৪০ মিনিটের সময়। সীমান্তে টহল চলাকালে হঠাৎ মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন।

আহত নায়েক মোঃ আক্তার হোসেনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কক্সবাজারের রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রেরণ করে যথাযথ চিকিৎসা প্রদান করা হয়। উন্নত চিকিৎসার জন্য (১৩ অক্টোবর) বিকাল ৪টা ১২ মিনিটের সময় বিজিবির নিজস্ব হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে বলে বিজিবির গোয়েন্দা সূত্রে জানা গেছে।



banner close
banner close