নেত্রকোণার দুর্গাপুরে অসুস্থ বাবাকে চিকিৎসার নামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কবিরাজের বিরুদ্ধে।
অভিযুক্ত মোহাম্মদ আলী (৬০) নামে ওই কবিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি দুর্গাপুর উপজেলার বায়ইপাড়া গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল রোববার বিকেলে ভুক্তভোগী ওই ছাত্রী নিজেই বাদী হয়ে থানায় মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী এলাকায় কবিরাজি চিকিৎসা করতেন। গুচ্ছগ্রাম এলাকার এক আদিবাসী বৃদ্ধকে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি। এসময় কবিরাজের নজর পড়ে ওই বৃদ্ধের কলেজ পড়ুয়া মেয়ের ওপর।
ভুক্তভোগী তরুণী স্থানীয় এক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগে বলা হয়েছে, কয়েক মাস আগে কবিরাজ ওই ছাত্রীকে কু-প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে ঘরের বাইরে গেলে মোহাম্মদ আলী মুখ চেপে ধরে পাশের ঝোপে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে কাউকে না জানাতে হুমকিও দেন তিনি।
এ ঘটনায় মামলা হওয়ার পর থেকে অভিযুক্ত কবিরাজ পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও পড়ুন:








