সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ১৬:১৯

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার গভীর রাতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, আবুল হোসেন (২৫), মো. সোহান (২৫), আদিল (১৯), মো. রাসেল (৩৭) ও ফারুক মুন্সী (৩৪)। এরমধ্যে আবুল হোসেন ও সোহান ডাকাতির মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর রাত ২টা ২০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া এলাকায় মনোয়ারা বেগমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। ডাকাতরা বাড়িতে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টর্চলাইটসহ প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে নেয়। ঘটনার পর মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে এজাহারভুক্ত দুই আসামিকে এবং পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় পুলিশ তাদের কাছ থেকে পাঁচটি লোহার ধারালো কিরিচ, একটি স্টিলের ধারালো চাপাতি, একটি লোহার ধারালো চাপাতি ও একটি ধারালো ধারালো ছোরা উদ্ধার করে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জামিল খান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ডাকাত দলের অন্যান্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।



banner close
banner close