ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার রাতে শহরের লক্ষীপুর রেলবস্তি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক নারী আরজু আক্তার (২৪) ওই এলাকার রিয়াজ শেখের স্ত্রী এবং ফরিদপুরের আলোচিত মাদক সম্রাজ্ঞী সাহিদা বেগমের মেয়ে।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক আহাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বাড়িটি ঘিরে ফেলে। পরে তল্লাশি চালিয়ে বসতঘর থেকে পাঁচটি প্যাকেটে রাখা এক হাজার ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।
এছাড়া মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকাও জব্দ করা হয়। তবে হেরোইনের সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
অভিযানের সময় আরও প্রায় ৪ লাখ টাকার লেনদেন সংক্রান্ত তথ্যের প্রমাণও মেলে। আরজু আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:








