চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকা থেকে যাত্রীবাহী বাসে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ বাসের চালক ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ৷
সোমবার ভোরে উপজেলার বড়তাকিয়া এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তারকৃতরা হলেন- চালক রুবেল বেপারী (৩৭) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চন্দীপুর এলাকার বকু বেপারীর ছেলে এবং সুপারভাইজার মিরাজুল ইসলাম (৪২) ঢাকার মুগদা থানাধীন মান্ডা এলাকার আবু বকর মোল্লার ছেলে৷ গ্রেপ্তারের সময় তাদের তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, গোপন তথ্যে ভিত্তিতে চট্টগ্রাম থেকে ‘রিল্যাক্স কুং এসি এয়ারকন’নামে একটি বাসের ড্রাইভার ও সুপারভাইজার বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বড়তাকিয়া অর্থনৈতিক অঞ্চল মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে পুলিশের টিম। বাসটি চেকপোস্ট অতিক্রম করার সময় আটক করা হয়। তাৎক্ষণিকভাবে বাসটির ভেতরে তল্লাশি করে চালকের সিটের ডানপাশে থাকা বক্সে থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনার আইনি প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে৷
আরও পড়ুন:








