ঢাকার ধামরাইয়ে পোশাক কারখানায় যাওয়ার পথে পিছন থেকে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছে নাহিদ হোসেন শুভ নামের এক পোশাক শ্রমিক৷
সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এমন দুঘর্টনা ঘটেছে যা নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালেহ আহমেদ৷
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নাহিদ হোসেন শুভ ধামরাই স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডে সুপার ভাইজার পদে কর্মরত ছিল৷ উপজেলার রৌহা এলাকার সাবেক ব্যাংক কর্মচারী মিজানুর রহমানের বড় ছেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করে আসতেছে৷ সকালে ডুলিভিটা স্নোটেক্সে অফিসে যাওয়ার পথে এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷
স্থানীয়রা জানান, সড়কের এমন খানাখন্দ,রাস্তার মাঝখানে অপরিকল্পিত ভাবে গড়ে উঠা ডিভাইডারের কারণে এখানে প্রায়ই এমন দূর্ঘটনা ঘটে৷ কিছুদিন পরপরই আহত ও নিহতের ঘটনা ঘটেছ৷ সড়ক ও জনপথের এমন উদাসিনতায় অনেক মানুষের প্রাণ চলে যাচ্ছে৷ স্থানীয়দের দাবি দ্রুত সময়ে মহাসড়কের খানাখন্দ ও অপরিকল্পিত ডিভাইডার সড়িয়ে রাস্তা প্রসস্থ করবে৷
নিহত নাহিদের বন্ধু রাজিব জানান,আমরা এক সাথে এইচএসসি পাশ করেছি৷ পরিবারের বড় ছেলে হিসেবে দীর্ঘদিন ধরে চাকরী করে সংসারের হাল ধরেছিল৷ নাহিদের এমন অকাল মৃত্যুতে পরিবার সহ পুরো এলাকায় চলছে শুকের মাতম৷
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান,ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ধামরাই থানায় রাখা হয়েছে৷ নিহতের পরিবার এখনো কোন অভিযোগ করেনি৷ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এছাড়াও ঘাতক ট্রাক চিহ্নিত করে দ্রুত আটকের চেষ্টা করা হচ্ছে৷
আরও পড়ুন:








