সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ১১:২২

শেয়ার

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত এক
নিহত পোশাক শ্রমিক নাহিদ

ঢাকার ধামরাইয়ে পোশাক কারখানায় যাওয়ার পথে পিছন থেকে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছে নাহিদ হোসেন শুভ নামের এক পোশাক শ্রমিক৷

সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এমন দুঘর্টনা ঘটেছে যা নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালেহ আহমেদ৷

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নাহিদ হোসেন শুভ ধামরাই স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডে সুপার ভাইজার পদে কর্মরত ছিল৷ উপজেলার রৌহা এলাকার সাবেক ব্যাংক কর্মচারী মিজানুর রহমানের বড় ছেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করে আসতেছে৷ সকালে ডুলিভিটা স্নোটেক্সে অফিসে যাওয়ার পথে এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে৷

স্থানীয়রা জানান, সড়কের এমন খানাখন্দ,রাস্তার মাঝখানে অপরিকল্পিত ভাবে গড়ে উঠা ডিভাইডারের কারণে এখানে প্রায়ই এমন দূর্ঘটনা ঘটে৷ কিছুদিন পরপরই আহত ও নিহতের ঘটনা ঘটেছ৷ সড়ক ও জনপথের এমন উদাসিনতায় অনেক মানুষের প্রাণ চলে যাচ্ছে৷ স্থানীয়দের দাবি দ্রুত সময়ে মহাসড়কের খানাখন্দ ও অপরিকল্পিত ডিভাইডার সড়িয়ে রাস্তা প্রসস্থ করবে৷

নিহত নাহিদের বন্ধু রাজিব জানান,আমরা এক সাথে এইচএসসি পাশ করেছি৷ পরিবারের বড় ছেলে হিসেবে দীর্ঘদিন ধরে চাকরী করে সংসারের হাল ধরেছিল৷ নাহিদের এমন অকাল মৃত্যুতে পরিবার সহ পুরো এলাকায় চলছে শুকের মাতম৷

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান,ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ধামরাই থানায় রাখা হয়েছে৷ নিহতের পরিবার এখনো কোন অভিযোগ করেনি৷ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এছাড়াও ঘাতক ট্রাক চিহ্নিত করে দ্রুত আটকের চেষ্টা করা হচ্ছে৷



banner close
banner close