পটুয়াখালী জেলা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা থেকে আট ডাকাত চক্রের সদস্যকে আটক করেন জেলা পুলিশ। ট্রাক ভাড়া করে তারা বিভিন্ন জেলায় ঘুরে ডাকাতি করতো। তাদের সাথে একটি ট্রাক আটক করা হয়।
রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।
তিনি জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে ট্রাক ভাড়া করে বিভিন্ন জেলায় গিয়ে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ হারুন, মোঃ মনির হাওলাদার, মোঃ জাহাঙ্গীর আলম, আঃ রাজ্জাক, মোঃ মোস্তফা হাওলাদার, মোঃ সুমন তালুকদার, মোঃ ওয়াসিম, মোঃ রনি চৌকিদার।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, এর আগেও তারা বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির ঘটনায় জড়িত ছিল।
পটুয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের আন্তঃজেলা অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কেউ ছাড় পাবে না।
আরও পড়ুন:








