রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কিশোরগঞ্জকে ঢাকা বিভাগ থেকে সরানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ২০:৫১

শেয়ার

কিশোরগঞ্জকে ঢাকা বিভাগ থেকে সরানোর প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ
ছবি: বাংলা এডিশন

কিশোরগঞ্জকে ঢাকা বিভাগ থেকে সরিয়ে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের তীব্র প্রতিবাদে শহীদ মিনার চত্বরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা।

শনিবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ শহীদ মিনার চত্বরে শত শত ছাত্র-জনতা সমবেত হয়ে এই বিক্ষোভে অংশ নেয়। ঢল নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের। বিক্ষোভে বিএনপি, ছাত্রদল, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও একাত্মতা প্রকাশ করে যোগ দিতে দেখা যায়।

বিক্ষোভে বক্তারা বলেন, কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাব জেলা জনগণের মতামতের পরিপন্থী। এটি প্রশাসনিক ছলে জেলার মর্যাদা খর্ব করার অপচেষ্টা।

তারা আরও বলেন, ২০১৫ সালেও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল। এবারও যদি সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে জেলাবাসী রাস্তাঘাট অচল করে কঠোর আন্দোলনে নামবে।

গতকাল প্রস্তাবটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বস্তরের কিশোরগঞ্জবাসী প্রতিবাদে ফেটে পড়ে। সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, পরে এতে যুক্ত হয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও।

উল্লেখ্য: ১৯৮৪ সালে ময়মনসিংহ জেলা থেকে কিশোরগঞ্জ মহকুমা পৃথক করে জেলায় উন্নীত করা হয়। কিশোরগঞ্জকে প্রথমে ১৮৬০ সালে বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল।



banner close
banner close