সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ঢাবির গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যু, সাদা দলের শোক

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ১৯:৩৫

শেয়ার

ঢাবির গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যু, সাদা দলের শোক
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক যোবেদা আখতার মৃত্যু বরণ করছে। তার এই মৃত্যুতে৷ শোক প্রকাশ করেছে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল।

রবিবার (১২ অক্টোবর) এক শোকবার্তায় শোক প্রকাশ করে সাদা দল। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের পাঠানো ওই শোকবার্তায় বলা হয়, গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক যোবেদা পেশাগত জীবনে ছিলেন বুদ্ধিবৃত্তিক চিন্তার মানুষ। তিনি তার চিন্তা ও কর্মের মাধ্যমে একটি সুন্দর সমাজ ও জাতি গঠনে নিরলস ভুমিকা রেখেছেন। সেইসঙ্গে শিক্ষার বিস্তারে কাজ করেছেন।

এতে আরও বলা হয়, অধ্যাপক যোবেদা আখতার এর মৃত্যুতে আমরা আবারও গভীর শোক প্রকাশ করে তার অনন্য জীবন সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মরহুমা যোবেদা আখতারকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি ও শোকার্ত পরিবারবর্গের প্রতি জানাই সমবেদনা ও সহমর্মিতা।



banner close
banner close