পটুয়াখালীর বাউফলে পুলিশ দেখে ট্রলার থেকে নদীতে ঝাঁপ দিয়ে রাসেল খান (৩৫) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন।
রবিবার (১২ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তেঁতুলিয়া নদীর কচুয়া এলাকায় পুলিশের স্পিডবোড দেখে নদীতে ঝাঁপ দিয়ে রাসেল খান নিখোঁজ হন।
তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা ইউসুফ খানের ছেলে। রাসেল পেশায় দরজি।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে পুলিশের টহল টিম তেঁতুলিয়া নদীর চরওয়াডেল এলাকা থেকে তিন জেলেকে আটক করেছিল।
তিনি আরো বলেন, উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরসহ তিন পুলিশ সদস্য স্পিডবোটে করে ওই তিনজনকে ফাঁড়িতে পৌঁছে দেন। পুলিশ সদস্যরা আবার স্পিডবোটে করে ফিরে যাচ্ছিলেন। তখন স্পিডবোট দেখে রাসেল নদীতে ঝাঁপ দেন। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
আরও পড়ুন:








