রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মেহেরপুরে এক মেম্বারকে মারলেন আরেক মেম্বার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ১৭:০৬

শেয়ার

মেহেরপুরে এক মেম্বারকে মারলেন আরেক মেম্বার
ছবি: সংগৃহীত

মেহেরপুরে এক মেম্বারকে ঘুষি মেরে আরেক মেম্বারের নাক ফাটিয়ে দিয়েছে আরেক মেম্বার। আজ রবিবার দুপুরে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদে ওমর ফারুক নামের এক মেম্বার ঘুষি মেরে আরেক মেম্বর আব্দুর রকিবের নাক ফাটিয়ে দিয়েছেন। রক্তাত্ব অবস্থায় তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে গেছেন অভিযুক্ত মেম্বর ওমর ফারুক।

জানা গেছে, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা পরিষদের বরাদ্দকৃত টিআর, কাবিখা বন্টন নিয়ে আলোচনা করছিলেন। এসময় ৭নং ওয়ার্ডের মেম্বর ওমর ফারুকের সাথে ৬নং ওয়ার্ডের মেম্বর আব্দুর রকিবের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আব্দুর রকিব মেম্বারকে ঘুষি দিয়ে পালিয়ে যায় মেম্বার ওমর ফারুক। এতে আব্দুর রকিব মেম্বরের নাক ফেটে রক্ত বের হলে তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে বাগোয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, সবার সামনেই এমন ঘটনা দুঃখজনক। বিষয়টি মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।



banner close
banner close