রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ভুয়া নিলামের কাগজে ভারতীয় বাসমতী চাল ও ফুচকা পাচারের চেষ্টা; গ্রেপ্তার তিন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ১৩:৩৪

শেয়ার

ভুয়া নিলামের কাগজে ভারতীয় বাসমতী চাল ও ফুচকা পাচারের চেষ্টা; গ্রেপ্তার তিন
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আদালতের ভুয়া নিলামের কাজ তৈরি করে ভারত থেকে অবৈধ ভাবে আসা বাসমতী চাল ও ফুচকা পাচারের সময় একটি পিকআপ জব্দ করেছে গোয়েন্দা শাখার সদস্যরা।

শুক্রবার গভীর রাতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৯৮০ কেজি বাসমতী চাল ও ৭০৫ কেজি ফুচকা সহ পিকআপটি আটক করা হয়। এ সময় চোরাচালানের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুরের রফিকুল ইসলামের ছেলে আল আমিন, উপজেলার কুটি জাজিয়ারার মৃত হিরন মিয়ার ছেলে মিশু ও রানিয়ারার মৃত সোলেমান মিয়ার ছেলে মেহেদী হাসান।

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া সেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আদালতের নিলাম সংক্রান্ত জাল কাগজপত্র ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে একটি পিকআপে ভারতীয় ৬৬ বস্তা বাসমতী চাল ও ভারতীয় তৈরী ৭০৫ কেজি ফুচকা পাচার করা হচ্ছিলো। জেলা গোয়েন্দা শাখার সদস্যরা পিকআপটি আটক করে। আটককৃত মালামালের মূল্য আনুমানিক আট লাখ ৩৪ হাজার টাকা। এ সময় চোরাকারবারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।



banner close
banner close