রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ভাঙ্গা গোল চত্বর ফের অন্ধকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ০৯:৪৭

শেয়ার

ভাঙ্গা গোল চত্বর ফের অন্ধকার
ছবি: সংগৃহীত

ফের অন্ধকার হয়ে পড়েছে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ (ভাঙ্গা গোল চত্বর) এলাকা। দেড় থেকে দুই মাস ধরে আইকনিক এ চত্বরে সড়কবাতি জ্বলছে না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সপ্তাহ তিনেক আগে বৈদ্যুতিক গোলযোগে সাবস্টেশনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। বিষয়টি সমাধানে তারা কাজ করছেন।

গোল চত্বর থেকে ভাঙ্গা টোল প্লাজা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকা সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যাচ্ছে। একটি জেনারেটর দিয়ে ১০-১৫ মিনিট করে সড়কবাতিগুলো জ্বালানো হয়। এভাবে পুরো রাতে দেড় থেকে দুই ঘণ্টা আলোর দেখা মেলে চত্বর এলাকায়।

স্থানীয়রা বলছেন, গুরুত্বপূর্ণ ও আইকনিক এ চত্বর উদ্বোধনের পর থেকে মাঝে মধ্যেই অন্ধকারে ডুবে থাকছে।

অন্ধকারে ডুবে থাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বারটিতে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ইন্টারচেঞ্জ এলাকায় কর্মরত নৈশপ্রহরী আক্কাছ মোল্লা জানান, লাইটগুলো সবসময় না জ্বলায় প্রায়ই চুরি-ছিনতাইয়ের কথা শুনছেন। তবেতাঁর সামনে কখনো এমনটি ঘটেনি।

ভাঙ্গা ইন্টারচেঞ্জ বৈদ্যুতিক সাব-স্টেশনের নৈশপ্রহরী সিরাজ খান জানান, ২০ থেকে ২৫ দিন আগে স্টেশনের একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম পুড়ে যায়। তাই জেনারেটর দিয়ে সড়কবাতি জ্বালানো হচ্ছে। এটি দিয়ে প্রতিদিন রাতে কমপক্ষে দুই থেকে তিন ঘণ্টা লাইট জ্বালানো হয়।

ওজোপাডিকোর ভাঙ্গা আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান জানান, গত কয়েক বছরে একাধিকবার বিদ্যুতের বিল সময়মতো পরিশোধ না হওয়ায় ইন্টারচেঞ্জ এরিয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বর্তমানেও দুই থেকে তিন মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তবে ইন্টারচেঞ্জ সাব-স্টেশনে তাদের বিদ্যুৎ সংযোগ চালু আছে। কিন্তু কেন সন্ধ্যার পর সড়কের লাইট জ্বলছে না সে বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্তৃপক্ষ জানে। বিদ্যুতের কিছু তার ও সড়কবাতি ফের চুরি হয়েছে বলে তিনি শুনেছেন।

ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, ইন্টারচেঞ্জে পর্যাপ্ত আলো না থাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত দুই মাসে অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চুরি-ছিনতাই ও দস্যুতায় থানায় ৪-৫টি মামলা হয়েছে। অপরাধ প্রতিরোধে ইন্টারচেঞ্জ এলাকা সিসিটিভির আওতায় আনতে হবে।

ইন্টারচেঞ্জ এরিয়ায় এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে রাতে পুলিশের টহল আরও জোরদার করা হবে বলে জানান তিনি।



banner close
banner close