শনিবার সন্ধ্যায় ৭টায় চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নের সাতবাড়ীয়া কেন্দ্রের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গ্রাম কমিটির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমীর, ঢোল সমুদ্র বন্যা নিয়ন্ত্রণ ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর(কুমিল্লা দক্ষিণ) আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারী বেলাল হোসেন, কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা’র সাবেক আমীর শাহ মো. মিজানুর রহমান ও কাশিনগর ইউনিয়ন আমীর মাওলানা মহসিন কবির। এছাড়াও গ্রাম কমিটির সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১নং কাশিনগর ইউনিয়নের স্থানীয় ওর্য়াডের নেতাকর্মী ও সমর্থকগণ।
প্রধান অতিথি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার তাহার বক্তব্যে বলেন-যারা জনগণের সম্পদ লুট-পাট করে দেশের বাহিরে বাড়ি বানিয়ে থাকে তাদের কে ভোট না দিয়ে যোগ্য প্রতীক দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের সুযোগ দিন। সন্ত্রাস মুক্ত মানবিক বাংলাদেশ গড়ার দল জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে সন্ত্রাসীদলকে প্রতিহত করতে হবে। জামায়াতে ইসলামী কখনো বেহেশতে যা যাওয়ার টিকেট দেননা, বেহেশতে যাওয়ার রাস্তা দেখায়। ভিন্ন দলের ব্যক্তিরা বলেন নাম নিয়ে ওযু করলে জান্নাত নিশ্চিত, এসব কথা যারা বলেন তারা কখনো ইসলামের পক্ষে কাজ করবে না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামীর বিকল্প কিছু নেই।
অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন- মাওলানা আব্দুল মালেক,অনুষ্ঠান সঞ্চালনা করেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শিবিরের হল সভাপতি এবিএম মাসুম।
আরও পড়ুন:








