চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে তিনজন পরোয়ানাভুক্ত, দুইজন মাদক কারবারি এবং একজন চোর সন্দেহে গ্রেপ্তার হয়।
শনিবার আসামীদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- পরোয়ানাভুক্ত আসামী মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তিনঘড়িয়া এলাকার জহির উদ্দিন ভূইয়া বাড়ির আবুল হাসেম ভূইয়ার ছেলে রেজাউল করিব সবুজ (৪৮), ওয়াহেদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার আবু তাহের নতুন বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী ইয়াছমিন আক্তার (৩৪) ও একই বাড়ির মো. সেলিম উদ্দিনের স্ত্রী লাভলী আক্তার (২৫), মাদক কারবারী মো. শাহাদাত ও মো. ইলিয়াছ হোসেন এবং চোর সন্দেহে আবদুর রহমান।
মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করা হয়। এই অভিযান স্থানীয় নিরাপত্তা এবং জনসাধারণের স্বার্থে পরিচালিত হয়েছে। থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে অপরাধ দমনে তৎপর থাকবেন।
আরও পড়ুন:








