রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাংলা এডিশনে সংবাদ প্রকাশ; অবশেষে বান্দরবান বিএনপিতে ঐক্যের সুবাতাস

বান্দরবান, প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ২১:৫৮

আপডেট: ১১ অক্টোবর, ২০২৫ ২২:০০

শেয়ার

বাংলা এডিশনে সংবাদ প্রকাশ; অবশেষে বান্দরবান বিএনপিতে ঐক্যের সুবাতাস
ছবি: বাংলা এডিশন

বান্দরবান ৩০০নং আসনের বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশী তিন হেভিওয়েট নেতা বৈঠক করেছেন। এ বৈঠকে দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমও উপস্থিত ছিলেন।

শনিবার চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ বৈঠককে বান্দরবানে বিএনপিতে ঐক্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।

বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহমতের ভিত্তিতে কাজ করার ওপর জোর দেয়া হয়।

আলোচনায় জানানো হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দেবেন, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈঠকে কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে বিভক্তি সৃষ্টির চেষ্টা করার সুযোগ নেই বলে অভিমত ব্যক্ত করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপজাতী বিষয়ক সম্পাদক মিসেস মাম্যা চিং, জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরি ও জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।

কেন্দ্রীয় বিএনপির উপজাতী বিষয়ক সম্পাদক মিসেস মাম্যা চিং বলেন, বৈঠকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে আলোচনা হয়। এছাড়াও বিএনপির হাইকমান্ডের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। দলের সিদ্ধান্তই আমাদের সবার সিদ্ধান্ত।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, মনোনয়ন কার হাতে যাবে, সেটা দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। তবে আমরা চাই, সবাই মিলে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তিনি আরো বলেন, নির্বাচন সামনে রেখে কোনো বিভক্তি নয়, বরং ঐক্যই হবে আমাদের প্রধান শক্তি।

এদিকে বৈঠকটি ঘিরে বিএনপির জেলা উপজেলার অন্যান্য নেতারা বলেন, বান্দরবানে বিএনপিতে আসন্ন নির্বাচনকে ঘিরে এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকের মনে সংশয়ের জন্মও নিয়েছে আদৌ সবাই ঐক্যবদ্ধ হবেন কিনা।

প্রসঙ্গত, "বান্দরবান জেলা বিএনপি, জেরী জাবেদ গ্রুপিং দ্বন্দে অতিষ্ট কর্মীরা" শিরোনামে ৭ অক্টোবর বাংলা এডিশন অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নিউজের পর পরেই এই বৈঠকের আয়োজন করেন বলে নিশ্চিত করেন একাধিক সূত্র।



banner close
banner close