কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় নিরাপদ খাদ্য আইনে পরিচালিত অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।
শনিবার দিনব্যাপী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহায়তা করেন কিশোরগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিশোরগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) এর মাধ্যমে ভৈরব উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পাঁচটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়।
এর মধ্যে— আকবরনগরের রাজধানী বেকারিকে কেক তৈরিতে পচা ডিম ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কবিহীন খাদ্য উৎপাদনের দায়ে ২ লাখ টাকা, কমলপুরের ইদ্রিস আলীকে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ২ লাখ টাকা, একই এলাকার বন্ধন বেকারিকে নিবন্ধন ও মোড়কীকরণ ব্যতীত খাদ্য উৎপাদনের কারণে ১ লাখ টাকা, কলতাকান্দার মনিমুক্তা হোটেলকে ফ্রিজে বাসি মাংস সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে ১ লাখ টাকা এবং দুর্জয় মোড়ের বিসমিল্লাহ হোটেলকে রান্নাঘরের পাশে খোলা টয়লেট ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি দল।
আরও পড়ুন:








