রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কিশোরগঞ্জের মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ১৫:৫৮

শেয়ার

কিশোরগঞ্জের মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার সকাল সাতটার দিকে উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের চিকনী হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেলের নাম বজলু মিয়া। তিনি উপজেলার বোরগাঁও গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বজলু মিয়া ও আরও কয়েকজন জেলে প্রতিদিনের মতো হাওরে মাছ ধরতে যান। হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি শুরু হলে তারা মাছ ধরা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে বজলু মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং তার সঙ্গে থাকা আরও দু’জন জেলে আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের বাড়িতে পাঠানো হয়েছে।

তাড়াইল থানার ওসি সাব্বির রহমান বলেন, ‘সকালে বজলু মিয়া মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়। নিহতের মরদেহ বর্তমানে তার নিজ বাড়িতে রয়েছে। পরিবার ও স্থানীয়দের অনুরোধে মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জের বিভিন্ন হাওর এলাকায় বজ্রপাতের ঘটনা বাড়ছে। কৃষি ও মাছ ধরার মৌসুমে খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে প্রায়ই এ ধরনের দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে।



banner close
banner close