রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

পটুয়াখালীতে মা ইলিশ রক্ষা অভিযানে মৎস্য কর্মকর্তাকে ওপর হামলা

পটুয়াখালী, প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ১৫:৫১

শেয়ার

পটুয়াখালীতে মা ইলিশ রক্ষা অভিযানে মৎস্য কর্মকর্তাকে ওপর হামলা
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর দশমিনা তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীতে মা ইলিশ রক্ষায় চলমান অভিযানের সময় সামুদ্রিক মৎস্য কর্মকর্তা নাজমুল হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় কিছু অসাধু জেলে অতর্কিতভাবে ওই কর্মকর্তার ওপর হামলা চালায় বলে জানা গেছে।

এর আগে, ২০২৪ সালেও একই ইউনিয়নে মা ইলিশ রক্ষা অভিযানের সময় মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। এবছরও সেই ঘটনার পুনরাবৃত্তি প্রশাসন ও সচেতন মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু অসাধু জেলে এখনও অবৈধভাবে মাছ ধরছে। এতে শুধু আইন লঙ্ঘনই হচ্ছে না, বরং সরকারি কর্মকর্তাদের ওপর হামলার মাধ্যমে তারা রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে।

সচেতন মহলের দাবি, “মা ইলিশ রক্ষার অবশিষ্ট ১৬ দিনে সেনা ও নৌবাহিনীর সমন্বয়ে আরও কঠোর যৌথ অভিযান পরিচালনা করা জরুরি। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য “মা ইলিশ” হয়তো জিরো টলারেন্স পর্যায়ে নেমে আসতে পারে।



banner close
banner close