রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ১৫:২৪

শেয়ার

বগুড়ায় র‍্যাবের অভিযানে ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

বগুড়ায় প্রায় ৬৩ লিটার দেশীয় মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ।

গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়া শহরের চক সূত্রাপুর হরিজন কলোনীর মৃত বাদল হরিজনের ছেলে বাদশা হরিজন, একই এলাকার বারুদ হরিজন এবং সারিয়াকান্দির হাট শেরপুর এলাকার আব্দুল করিমের ছেলে সোহাগ মাহামুদ।

র‌্যাব জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের এক নং রেলঘুন্টি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬২ দশমিক সাত লিটার দেশীয় মদ, একটি লাল-কালো রঙের হোন্ডা কোম্পানির স্কুটি, একটি স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল, চারটি সিমকার্ড এবং নগদ ১১ হাজার তিনশ টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।



banner close
banner close