রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ১৪:৫৩

শেয়ার

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
হাসপাতালের পুকুর থেকে লাশ উদ্ধার

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অনন্যা ইসলাম যুথি নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয়রা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণের পুকুরে ভাসমান লাশ দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

নিহত যুথির মা জহুরা খাতুন বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। যুথিকে মাঝেমধ্যেই মারধর করতো তার স্বামী মাদক ব্যবসায়ী নাহিদ। নাহিদ ভালো ছেলে না। সে মাদকাসক্ত মাদক ব্যবসায়ী। নাহিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যুথির সাথে ১০ দিন আগে মোবাইলে কথা হয়েছে। দুই মাস আগে তাদের আড়াই বছর বয়সী কন্যা নন্দিতা হারিয়ে গেছে। সে এখনো নিখোঁজ রয়েছে। আমার মেয়েকে হত্যা করেছে নাহিদ। তার ফাঁসি চাই। এবং নিখোঁজ কন্যা শিশুর সন্ধান চাই।

নিহত অনন্যা ইসলাম যুথি (৩০) কুষ্টিয়া শহরের পেয়ারা তলা এলাকার মৃত নুরুল ইসলাম বাচ্চুর মেয়ে। চার বছর আগে কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার নাহিদের সাথে প্রেম করে বিয়ে করেন তিনি। এছাড়া যুথি আরও তিনজনকে বিয়ে করেন। অভিযুক্ত নাহিদ মাদকাসক্ত মাদক ব্যবসায়ী।

বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করলেও অভিযুক্ত নাহিদ তার পরিবারের সদস্যদের পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সকাল ৯টার দিকে হাসপাতালের পুকুরে এক নারীর ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। পরে ৯টা ৪৫মিনিটের দিকে তার লাশা উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ৷ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, হাসপাতালের পুকুর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



banner close
banner close