চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লহালামারী এলাকায় তথাকথিত সাংবাদিক ও জাতীয় পার্টির সহ-প্রচার সম্পাদক রিপন আলীর বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা, মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার লহালামারী বাজারে ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে লহালামারী ও আশপাশের কয়েক শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তৃতা দেন লহালামারী আম সমিতির সভাপতি আশরাফুল আলম মারুফ, লহালামারী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ আইনুল বারী, ইউপি সদস্য শামীম রেজা, ভুক্তভোগী মমিন আলী, সাইরুল ইসলাম, আশরাফুল ইসলাম ও মিজানুর রহমানসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, রিপন আলী দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছেন। কখনও সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে, কখনও বা পরিচিতজনদের প্রভাব দেখিয়ে অসহায় মানুষদের কাছ থেকে অর্থ আদায় করেছেন তিনি। শুধু তাই নয়, পল্লী বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক খুঁটি পাইয়ে দেওয়ার নামে নিরীহ মানুষদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ ওঠে।
বক্তারা আরও বলেন, রিপন আলী নারীদের সঙ্গে প্রতারণার ঘটনাতেও জড়িত। প্রতারণার শিকার কয়েকজন নারী সামাজিকভাবে লজ্জায় মুখ খুলতে না পারলেও এলাকার সবাই তার এসব কর্মকাণ্ড সম্পর্কে অবগত। তিনি বিভিন্ন সময় মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে দাবি করেন স্থানীয়রা। এসব অপরাধের কারণে তার বিরুদ্ধে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ছাড়া বক্তারা জানান, রিপন আলী একটি হত্যা মামলারও অন্যতম আসামি। তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। তারা অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন তথাকথিত সাংবাদিক হয়ে রিপন আলী পেশার অপব্যবহার করেছেন। তিনি সাংবাদিকতার নাম ভাঙিয়ে এলাকার সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণা করে আসছেন। এমন অপকর্মে সাংবাদিক সমাজের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তারা দাবি জানান, সাংবাদিকতার মতো মর্যাদাপূর্ণ পেশাকে কলঙ্কিত করা এমন ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।
এলাকাবাসীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের চেয়ারম্যান মোহা. রবিউল ইসলাম বলেন, ‘বিষয়টি আগে জানতাম না। যদি অভিযোগগুলো প্রমাণিত হয়, তবে তার সদস্য পদ স্থগিতসহ প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, অভিযুক্ত রিপন আলী বর্তমানে দৈনিক ভোরের চেতনা পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি এবং চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এলাকাবাসীর অভিযোগের পর তার অবস্থান এখন প্রশ্নবিদ্ধ।
আরও পড়ুন:








