বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর সর্দারপাড়া এলাকায় এক ডোবা থেকে লুতফর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা ডোবায় ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, লুতফর রহমান গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন ডোবায় এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। সেখানে গিয়ে তারা লাশটি লুতফর রহমানের বলে শনাক্ত করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








