সত্য ও ন্যায়ের প্রতীক শহীদ আবরার ফাহাদের স্মরণে কিশোরগঞ্জে আয়োজন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। আবরার ফাহাদের স্মরণে ১২০ টি ছারা রোপন করা হয়
কিশোরগঞ্জ জেলার রশিদাবাদ ইউনিয়নের উলুহাটি গ্রামে দুপুরে এই বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উলুহাটি উত্তরপাড়া মাদ্রাসার ছাত্র ও এলাকাবাসী।
এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, আমরা শহীদ আবরার ফাহাদ ভাইয়ার স্মরণে গাছের চারা রোপণ করছি—কারণ গাছই জীবন, নবজাগরণ ও স্থায়িত্বের প্রতীক।
বৃক্ষরোপন কর্মসূচির আয়োজক আশিকুজ্জামান আশিক বলেন, আবরার ফাহাদ ছিলেন সত্য ও ন্যায়ের সাহসী কণ্ঠস্বর। তাঁর আদর্শ যেন প্রতিটি সবুজ পাতায়, প্রতিটি শ্বাসে বেঁচে থাকে—এই প্রত্যয় নিয়েই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই গাছগুলো একদিন বড় হয়ে ছায়া দেবে, ফল দেবে এবং মানুষের উপকারে আসবে—যেমন আবরার ফাহাদের ত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা হয়ে আছে। শহীদের স্মৃতি ধরে রাখার শ্রেষ্ঠ উপায় হলো মানবকল্যাণমূলক কাজের মাধ্যমে তাঁকে স্মরণ করা।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আবরার ফাহাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
আরও পড়ুন:








