চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হুজরাপুর জোড়ামঠ এলাকায় একটি নারী উদ্যোক্তার দোকানে দিনের বেলায় তালা ভেঙে নগদ টাকা ও বিপুল পরিমাণ কাপড়চোপড় চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে জোড়ামঠ মাতৃমন্দিরের সামনে অবস্থিত “স্বপ্ন নকশি কর্নার” নামের দোকানটিতে এ চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক মোসাঃ লিমা খাতুন (৩২) বৃহস্পতিবার (৯ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বুধবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে দোকানের কর্মচারীরা থাইয়ের দরজা বন্ধ করে দুপুরের খাবারের জন্য বাড়ি যান। পরে বিকেল ৩টার দিকে দোকানে ফিরে এসে দেখেন, দোকানের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। এ সময় দেখা যায়, দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ২৫ হাজার টাকা, কর্মচারীর ব্যাগে রাখা আরও ৫ হাজার ৬০০ টাকা এবং প্রায় ৭০ হাজার টাকার শাড়ি, টু-পিস, ওয়ান-পিসসহ বিভিন্ন ধরণের কাপড়-চোপড় চুরি হয়ে গেছে।
লিমা খাতুন জানান, দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি দোকানের তালা ভেঙে প্রবেশ করে কাপড় ও টাকা বস্তায় ভরে নিয়ে যাচ্ছে। পরে তিনি আশপাশে খোঁজাখুঁজি করেও চোরকে শনাক্ত করতে পারেননি।
তিনি আরও জানান, এর আগে তিন মাস আগে একই দোকানে চুরি হয়েছিল। তখন স্থানীয়দের সহায়তায় চোরকে আটক করে পুলিশে দেওয়া হয়। বর্তমানে সেই ব্যক্তি কারাগারে রয়েছে। ‘একটি নারী উদ্যোক্তার দোকানে বারবার চুরির ঘটনা অত্যন্ত হতাশাজনক। এতে করে আমি কীভাবে এগোবো?’
লিমা খাতুন জানান, তিনি শুধু একজন উদ্যোক্তা নন, বরং জেলা ও বিভাগীয় পর্যায়ে জয়ীতা নির্বাচিত হয়েছেন। নারী উন্নয়নে বিশেষ অবদানের জন্য তিনি একাধিকবার ক্রেস্ট অর্জন করেছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মহিলা কয়েদিদের নকশিকাঁথা তৈরির প্রশিক্ষণও দিয়ে থাকেন।
চুরির ঘটনায় স্থানীয় ক্রেতা ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ক্রেতারা বলেন, “লিমার দোকানে সুন্দর ও মানসম্মত কাপড় পাওয়া যায়। কিন্তু এভাবে যদি বারবার চুরি হয়, তাহলে তিনি কীভাবে ব্যবসা চালাবেন?”
দোকানের কর্মচারীরা বলেন, ‘আমরা দরজা লাগিয়ে খেতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি তালা ভাঙা। পার্স ও ক্যাশবাক্সে থেকে নগদ টাকা এবং র্যাক থেকে কাপড় নিয়ে গেছে।’
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার কর্মকর্তারা জানান, চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:








