বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে দুইদিনব্যাপী বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. অনুপম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. অনুপম হোসেন বলেন, বেসবল বাংলাদেশের একটি নতুন সম্ভাবনাময় খেলা। তরুণদের আগ্রহ ও অংশগ্রহণই পারে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, প্রশিক্ষক আলী ইমাম ও নাইমুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও সাংবাদিক মমিনুর রশিদ শাহিন, খালেদ মাহমুদ রুবেল, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল,
বিট মডেল স্কুলের সহকারী শিক্ষক ইমতিয়াজ আহমেদ বুলবুল, ক্রীড়া সংগঠক মোশাররফ হোসেন মিশু প্রমুখ।
দুই দিনব্যাপী এই ক্যাম্পে বগুড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বেসবলের মৌলিক নিয়ম, কৌশল, দক্ষতা উন্নয়ন ও দলগত চেতনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ ক্যাম্পটি স্থানীয় তরুণ ক্রীড়াবিদদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
আরও পড়ুন:








