রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫ ১৬:৫৪

আপডেট: ৯ অক্টোবর, ২০২৫ ১৬:৫৪

শেয়ার

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত
ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. চঞ্চল গাজী নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পিতা মো. মধু গাজী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতিয়া গ্রামের ইসরাইল ডাক্তারের বাড়ির সামনে দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে চঞ্চল গাজী ও তার পিতা মধু গাজীর সঙ্গে প্রতিবেশী মো. রবিউল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন, মো. মাহিম ও মো. সাদ্দাম-এর কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে চঞ্চল ও মধু গাজীকে ছুরিকাঘাত করে গুরুতরভাবে আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল প্রায় ১১টা ৩০ মিনিটে চঞ্চল গাজী মৃত্যুবরণ করেন। বর্তমানে আহত মধু গাজী ও অভিযুক্ত রবিউল ইসলাম একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, ঘটনাটি পূর্ব শত্রুতাজনিত বিরোধের জের ধরে ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।



banner close
banner close