শরীয়তপুরে একটি অনলাইন নিউজ পোর্টালের জেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়কে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন মতিউর রহমান সাগর নামে এক বিএনপি নেতা। মঙ্গলবার রাতে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে তিনি ওই সাংবাদিককে মামলায় জড়ানোর ও দেখে নেয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
মতিউর রহমান সাগর নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।
এদিকে, মতিউর রহমান সাগরের হুমকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে সাংবাদিক আশিকুর রহমান হৃদয়। এ ঘটনায় বুধবার রাতে ভেদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক হৃদয়।
অন্যদিকে, বিএনপি নেতা সাগরও নড়িয়া থানায় হৃদয়ের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ওসি মো. কামরুল হাসান জানান, হুমকির বিষয়ে জিডি করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আর নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








