রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মেহেরপুরে সার কালোবাজারির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫ ১৪:১৩

শেয়ার

মেহেরপুরে সার কালোবাজারির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা
ছবি: বাংলা এডিশন

মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে সার কালোবাজারির অভিযোগে মাহবুব হোসেন নামের এক সার ও বীজ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তার যৌথ অভিযানে এই জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে বাঁশবাড়িয়া গ্রামে সার মজুদ রেখে বেশি দামে জেলার বাইরে বিক্রি করার চেষ্টা চলছে। পরে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান সেখানে চালিয়ে ১২ বস্তা সার জব্দ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন সার ব্যবস্থাপনা আইনে মাহবুব হোসনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনসহ গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।



banner close
banner close