বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ এলাকায় ভূমিদস্যু, অনলাইন ক্যাসিনো ব্যবসায়ী এবং হানিট্রাপের মাধ্যমে প্রবাসীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নলধা-মৌভোগ গ্রামের শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি দখল, অনলাইন জুয়া ব্যবসা ও প্রবাসীদের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসনের কঠোর পদক্ষেপের অভাবে তারা বেপরোয়া হয়ে উঠেছে।
মানববন্ধনে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।
আরও পড়ুন:








