চট্টগ্রামের মিরসরাইয়ে দেড়শ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় নাম্বারবিহীন একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়। তবে এ ঘটনায় অভিযুক্ত তিন মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার এক নং করেরহাট ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড ঘেড়ামারা এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
অভিযুক্তরা হলো, মো. রাসেল, ইমরুল আহমদ ও শাহাদাত আহমদ। তারা সবাই করেরহাট ইউনিয়নের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, সিরা-এক নাইট ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দেড়শ লিটার চোলাই মদসহ একটি ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন:








