রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সিরাজগঞ্জে নসিমনের ধাক্কায় নিহত তিন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫ ১৩:১৭

আপডেট: ৯ অক্টোবর, ২০২৫ ১৪:৪৫

শেয়ার

সিরাজগঞ্জে নসিমনের ধাক্কায় নিহত তিন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে গরুবোঝাই নসিমনের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের দুইজন রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও তিনজন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাড়াশ পৌর এলাকার খুঁটিগাছা-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্বপাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়ার রফিকুল ইসলামের ছেলে জনি, মেয়ে তুবা খাতুন এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন।

আহতরা হলেন, রফিকুল ইসলামের স্ত্রী জান্নাতি বেগম, মেয়ে মালিশা এবং অটোরিকশা চালক মকুল হোসেন। আহতদের প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাজেদুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।



banner close
banner close