সিরাজগঞ্জের যুবদল নেতা তৌহিদ আলম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পুরোনো ছবিসহ ২০১৪ সালের আন্দোলনের স্মৃতি তুলে ধরে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, একতরফা ও অবৈধ নির্বাচনের বিরোধিতা করে অবরোধ কর্মসূচি চলাকালে রাজপথে নেতৃত্ব দেয়ার সময় পুলিশ ও ডিবি যৌথভাবে তাকে গ্রেফতার করে শারীরিক নির্যাতন করেছিলো। সেই ঘটনার ক্ষতচিহ্ন আজও শরীরে বহন করছেন বলে দাবি করেন তিনি।
তৌহিদ আলম লেখেন, সেদিন রাজপথে অনেক নেতা-কর্মী উপস্থিত থাকলেও একমাত্র তাকেই গ্রেপ্তার করা হয়। অন্যরা ভাগ্যক্রমে রক্ষা পান।
তার এই পোস্ট প্রকাশের পর সহযোদ্ধা ও রাজনৈতিক সহকর্মীরা মন্তব্যের মাধ্যমে আন্দোলনকালীন স্মৃতি স্মরণ করেন। শাহ আলম নামের এক সহযোদ্ধা মন্তব্যে লেখেন, ২০১৪ সালের আন্দোলনের সময় তৌহিদ আলমের নেতৃত্বে তারা হরতাল-অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং তার গ্রেফতার ও নির্যাতনের ঘটনাও প্রত্যক্ষ করেছিলেন।
২০১৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতৃত্বাধীন জোট সারাদেশে হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল। সে সময় সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভে অংশ নেন।
তৌহিদ আলম সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়।
আরও পড়ুন:








