রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

পটুয়াখালীতে র‍্যাব ক্যাম্পে র‍্যাবের অস্বাভাবিক মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ২২:৫৮

শেয়ার

পটুয়াখালীতে র‍্যাব ক্যাম্পে র‍্যাবের অস্বাভাবিক মৃত্যু
ছবি: সংগৃহীত

পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে মনিরুজ্জামান নামে এক র‍্যাব সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে তাকে পটুয়াখালী মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনিরুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের মজিবুর রহমানের পূত্র। তার স্ত্রী ও ৩ সন্তান গ্রামের বাড়িতে থাকেন।

জানা যায়, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ডিউটি শেষ করে বিশ্রামের জন্য যান মনির পরবর্তীতে যোহরের নামাজের পরেও সে ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা তাকে ডাকতে থাকেন। বার বার ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরিশাল র‍্যাবের অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, “এটা হয়তো স্বাভাবিক মৃত্যু হয়েছে। তারপরেও লাশের ময়নাতদন্ত করা হবে।



banner close
banner close