রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

বাউফলে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান আট জনের কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ২১:৩৫

শেয়ার

বাউফলে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান আট জনের কারাদণ্ড
ছবি: বাংলা এডিশন

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫-এর অংশ হিসেবে পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। এতে ১০ জন জেলেকে আটক করা হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম. এম. পারভেজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহায়তা করে উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।

অভিযানকালে মা ইলিশ ধরার অপরাধে ৮ জন জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি ২ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা প্রদান করা হয়।

শাস্তি প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহাগ মিলু।

এসময় নদী থেকে অবৈধ কারেন্ট জালও জব্দ করে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম. এম. পারভেজ বলেন, “প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"



banner close
banner close