রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

জনগণ নয়, এমপি হাঁটবে জনগণের পিছনে: এড. শাহজাহান মিয়া

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ১৯:২০

শেয়ার

জনগণ নয়, এমপি হাঁটবে জনগণের পিছনে: এড. শাহজাহান মিয়া
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া বলেছেন, দাঁড়িপাল্লার প্রার্থী নির্বাচিত হলে জনগণকে আর এমপির পেছনে হাঁটতে হবে না, বরং এমপি জনগণের পিছনে হাঁটবে। জনগণের সুখ-দুঃখে, বিপদে-আপদে পাশে থেকে সেবা করাই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।

বুধবার (৮ অক্টোবর) বিকেল তিনি শহরের পুরান বাজার এলাকায় গণসংযোগ কালে তিনি এসব কথা বলেছেন। শাহজাহান মিয়া বলেন, এই দেশ ও জনগণ আমাদের নিজের। রাজনীতি কোনো ব্যক্তি বা দলের ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণের জন্য। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে ন্যায়, সুবিচার, সততা ও আদর্শের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আজ দেশের রাজনীতি জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। অনেকেই নির্বাচিত হওয়ার পর জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু দাঁড়িপাল্লার প্রার্থী নির্বাচিত হলে তিনি জনগণের সঙ্গে থাকবেন, তাদের কণ্ঠস্বর হবেন এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করবেন। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান, আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মামুন হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর শাখার সভাপতি আব্দুল হাই লাভলু, পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আমীর গোলাম মাওলা, ১৫ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান,সহ জামায়াতের বিভিন্ন ওয়ার্ড ও পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ চলাকালে এলাকাবাসী দাঁড়িপাল্লা প্রতীকে উষ্ণ সমর্থন জানান এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বানে সাড়া দেন।



banner close
banner close