ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে দীর্ঘ তিন ঘণ্টা যানজটে আটকা থাকার পর অবশেষে মোটরসাইকেলে গন্তব্যস্থল ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে পৌঁছান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খাঁন।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিশ্বরোড মোড় পরিদর্শনকালে তাঁর সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঢাকায় অফিসে বসে থাকার পরিবর্তে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি দায়িত্বে অবহেলা করেন বা অফিসে অনুপস্থিত থাকেন, তাদেরকে সাসপেন্ড করা হবে।’
উপদেষ্টা আরও উল্লেখ করেন, ‘ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের মূল কারণ ট্রাফিক বিভাগের অবহেলা। সমস্যার সমাধান করতে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি।’
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মুহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হকসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








