রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

কিশোরগঞ্জে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ১৭:৪০

শেয়ার

কিশোরগঞ্জে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
ছবি: বাংলা এডিশন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে ওয়াহিদ মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদ মিয়া ওই গ্রামের মজনু মিয়ার ছেলে। তিনি পড়ালেখার পাশাপাশি কৃষিকাজে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশের কৃষি জমিতে কাজ করতে যান ওয়াহিদ। এসময় আকাশে হালকা মেঘাচ্ছন্ন অবস্থা ছিলো। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. কামরুল ইসলাম সিদ্দিকী জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।



banner close
banner close