রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

বেনাপোলে ৯পিস স্বর্ণের বার সহ পাচারকারী আটক

বেনাপোল, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ১৬:৫২

শেয়ার

বেনাপোলে ৯পিস স্বর্ণের বার সহ পাচারকারী আটক
৯পিস স্বর্ণের বার সহ পাচারকারী আটক

যশোরের বেনাপোল সীমান্তে পিস স্বর্নের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারিকে আটক বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।

বুধবার ( অক্টোম্বর) দুপুর টার দিকে সীমান্তের পুটখালি উত্তরপাড়া এলাকা থেকে স্বর্নসহ তাকে আটক করা হয়।

আটক মনিরুজ্জামান পুটখালি ইউনিয়নের বালুন্ডা উত্তরপাড়া গ্রামের কাদের আলীর ছেলে।

২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিওপি একটি টহল দল পুটখালী উত্তরপাড়া নামক স্থানে পাকা রাস্তার পাশে থেকে পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান আটক করেন।যার ওজন .০৪৯ কেজি, সিজার মূল্য ,৮০,৫২,২৪১/- টাকা।

উক্ত স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিস, যশোর জমা এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে বলে তিনি জানান।



banner close
banner close