কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ৭টার দিকে ইটনা সদর ইউনিয়নের কুমারহাটি গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত গৃহবধূর নাম কমলা বেগম। তিনি একই গ্রামের হাবুল চৌধুরীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন কমলা বেগম। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাননি। বুধবার সকালে স্থানীয়রা পুকুরে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি কেস) দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:








