রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

দুই যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ১৫:৫৮

আপডেট: ৮ অক্টোবর, ২০২৫ ১৬:০১

শেয়ার

দুই যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ
দুই যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহমেদ মাসুম যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা।

মঙ্গলবার ( অক্টোবর) রাতে তাড়াশ পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় রাজীব আহমেদ মাসুমের বাড়ির আঙিনায় ঘটনা ঘটে। ভুক্তভোগী আশরাফুল ইসলাম আসিফ দৈনিক সবুজ বাংলা পত্রিকার চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি এবং তালম ইউনিয়নের চককলামুলা রানীরহাট এলাকার বাসিন্দা। নিরাপত্তার আশঙ্কায় তিনি বুধবার তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আসিফ অভিযোগে জানান, স্থানীয় সুফলভোগীদের একটি পুকুর দখল নিয়ে বিরোধের ঘটনায় রাজীব আহমেদ মাসুম শুকুর মির্জার বিরুদ্ধে সুফলভোগী সদস্যরা মানববন্ধন থানায় অভিযোগ করেন। বিষয়ে কয়েকটি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ওই দুই নেতা তাকে রাতে বাড়িতে ডেকে নিয়ে গাছে বেঁধে মারধর করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

তিনি আরও জানান, জোরপূর্বক তাকে দিয়ে নিজেদের পক্ষে স্বীকারোক্তিমূলক একটি ভিডিও ধারণ করা হয়।

অভিযোগ অস্বীকার করে রাজীব আহমেদ মাসুম শুকুর মির্জা বলেন, সাংবাদিক আসিফকে নির্যাতনের অভিযোগ সত্য নয়।

তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহআলম বলেন, অভিযোগের বিষয়টি শুনেছি, নিয়ে যাচাই করা হবে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close