নিয়ন্ত্রণহীন গতিতে ছুটে চলা বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান দৈবজ্ঞহাটি বি.এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আসাদুর রহমান
বাগেরহাটের কচুয়া উপজেলায় মোড়েলগঞ্জ থেকে ঢাকা গামী দোলা পরিবহনের একটি বাসের চাপায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার সাইনবোর্ড বাজার এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আসাদুর রহমান, তিনি দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে সাইনবোর্ড বাজারের কাছে পিংগড়িয়া নামক স্থানে দ্রুতগামী দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শিক্ষক আসাদুর রহমান মারা যান।
এলাকাবাসীর অভিযোগ, দোলা পরিবহনের বাসগুলো প্রতিনিয়ত অতিরিক্ত গতিতে ও বেপরোয়া ভাবে চালানো হয়। এর ফলে এ রুটে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থীরা স্থানীয়রা ঘন্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পলাতক রয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:








