নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে উপজেলার লেংগুড়া সীমান্তবর্তী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন— নুর আলম (১৮), সবুজ মিয়া (২২) ও ইব্রাহিম মিয়া (২২)। তারা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা রাজাবাড়ী গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, লেংগুড়া বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় ঢাকাগামী ইউনাইটেড প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাস থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই তিন যুবককে আটক করা হয়।
পরে তাদের কলমাকান্দা থানায় সোপর্দ করে বিজিবি।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল কুমার সরকার বলেন, “গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”
আরও পড়ুন:








