“মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫”উপলক্ষে ভোলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড।
প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা এবং মৎস্য সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ ও নিষেধাজ্ঞা কালীন সময়ে মাছ ধরায় কঠোর নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি আর্টিসানাল ট্রলিং বোটের মাধ্যমে মাছ শিকার করায় সামুদ্রিক জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, মাছের প্রজনন ব্যাহত হচ্ছে এবং সামুদ্রিক ইকোসিস্টেমের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। অবৈধ এসব ট্রলিং বোটের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলমান থাকায় এর ব্যবহার অনেক কমে এসেছে, ফলে নদী ও সমুদ্রে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পাচ্ছে।
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
এ উপলক্ষে কোস্ট গার্ড দক্ষিণ জোন মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিধিনিষেধ কার্যকর রাখতে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় দিন-রাত ২৪ ঘণ্টা টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
পাশাপাশি জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করছে কোস্ট গার্ড দক্ষিণ জোন । জেলেদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড, যাতে কোনো ব্যক্তি আইন অমান্য করলে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া যায়।
উপকূল ও সমুদ্রে যেকোনো জরুরি প্রয়োজনে নাগরিকদের ১৬১১১ নম্বরে কল করে দ্রুত সহায়তা পাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আরও পড়ুন:








