রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইল এসডিএস সেতুর অ্যাপ্রোচ ধস: চরম দুর্ভোগে হাজারো মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫ ০৯:৪১

শেয়ার

টাঙ্গাইল এসডিএস সেতুর অ্যাপ্রোচ ধস: চরম দুর্ভোগে হাজারো মানুষ
ছবি: বাংলা এডিশন

টাঙ্গাইল সদর উপজেলার টাঙ্গাইল-তোরাবগঞ্জ সড়কের এলাংজানী নদীর ওপর নির্মিত এসডিএস সেতুর অ্যাপ্রোচ অংশ ধসে পড়েছে। এতে করে সড়কটিতে সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে তোরাবগঞ্জ, চারাবাড়িসহ অন্তত ২০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে সেতুর পশ্চিম পাশের অ্যাপ্রোচ হঠাৎ ধসে পড়ে। টানা বৃষ্টিপাতের কারণে যমুনার শাখা নদী এলাংজানীতে পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়। এর প্রভাবে সেতুর পশ্চিম দিকের মাটি ধসে গিয়ে অ্যাপ্রোচ অংশ সম্পূর্ণ ভেঙে পড়ে।

স্থানীয়রা জানান, প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করত। অ্যাপ্রোচ ধসে যাওয়ায় এখন ছোট-বড় যানবাহন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে এলাকার মানুষকে বিকল্প পথে দীর্ঘপথ ঘুরে চলাচল করতে হচ্ছে।



banner close
banner close