রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

ভোলায় মা ইলিশ শিকারের দায়ে চার জেলে আটক

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ২২:১৫

শেয়ার

ভোলায় মা ইলিশ শিকারের দায়ে চার জেলে আটক
ছবি: বাংলা এডিশন

ভোলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার এর অভিযোগে চর জেলেকে আটক করেছে ইলিশা সদর নৌ-থানা পুলিশ। এ সময় ৫৭০০ মিটার কারেন্ট জাল ও ১৪ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

নৌ-পুলিশ সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আজ ৭ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১ টা থেকে সন্দা ৭ টা পর্যন্ত মেঘনা নদীর বি়ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ মৎস্য শিকারিকে আটক করা হয়। অভিযানে জব্দ কৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আটক জেলেরা ৪ জনই মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন ও গোবিন্দপুর এলার বাসিন্দা।

আটক ১) সাইদুল (২)রাসেল (৩) রুবেল (৪) বাদশা বলেন আমাদের সরকারী বরাদ্দের চাউল এখনো দেয়া হয়নি, অপর দিকে সমিতির কিস্তির চাপে পড়ে মাছ শিকার করতে যাই।

আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়।

ইলিশা নৌ-পুলিশের অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, ইলিশের প্রজননকালীন সময়ে নদীতে সকল ধরনের মাছ শিকার,বিপনন,সংরক্ষণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার বিধান রয়েছে।

আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



banner close
banner close