রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

ইউএনও’র অপসারণের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন-বিক্ষোভ

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ২০:৪৮

আপডেট: ৭ অক্টোবর, ২০২৫ ২১:৩৫

শেয়ার

ইউএনও’র অপসারণের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন-বিক্ষোভ
ছবি: বাংলা এডিশন

পাবনার ঈশ্বরদী উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণ, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র এবং গণঅভ্যুত্থানকারীদের হেনস্থা ও অপদস্থ করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভুক্তভোগী ঈশ্বরদীবাসীর ব্যানারে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট থেকে শুরু হয়ে রেলগেট পর্যন্ত এ মানববন্ধন বিস্তৃত ছিল। ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিয়ে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউএনও মো. মনিরুজ্জামান স্থানীয় প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে জনগণের সঙ্গে অমানবিক আচরণ করছেন এবং আওয়ামী লীগের অবশিষ্ট প্রভাবকে টিকিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছেন। এ সময় বক্তারা তাঁকে অবিলম্বে অপসারণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক রাসেল পারভেজ, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনিসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, নবাগত ইউএনও মো. মনিরুজ্জামান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের আত্মীয় ও সাবেক ছাত্রলীগ নেতা। ইউএনওকে অপসারণ না করা হলে কঠোর থেকে কঠোর আন্দোলনের গড়ে তোলা হবে।

এবিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, আমি মাত্র ৭-১০ দিন হলো এখানে জয়েন্ট করেছি। যোগদানের পর পদ্মা নদীতে অবৈধ চাঁদাবাজী ও বালু মহলে অভিযান চালিয়েছি। এজন্য হয়তো আমার প্রতি ক্ষোভ থেকে এই মানববন্ধন করেছে। আমি বিরুদ্ধে হানিফের আত্মীয় ও স্বেচ্ছাচারী আচরণসহ যেসব অভিযোগ করা হয়েছে এইসব অভিযোগ ভিত্তিহীন।



banner close
banner close