রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

সিরাজগঞ্জে টিসিবির পণ্য নিয়ে অসহায়দের সঙ্গে প্রতারণার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ১৯:১৯

শেয়ার

সিরাজগঞ্জে টিসিবির পণ্য নিয়ে অসহায়দের সঙ্গে প্রতারণার অভিযোগ
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে টিসিবির কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভনে অসহায় মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মুন্না, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ইউসুফ, তাঁতিদলের ৩নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জয়নাল এবং স্থানীয় পল্লী চিকিৎসক আব্দুল মোমিন প্রায় ৭৬৫ জন মানুষের কাছ থেকে জনপ্রতি ৫০০ টাকা করে কয়েক লক্ষ টাকা নিয়েছেন।

অভিযোগ অনুযায়ী, টিসিবির পণ্য প্রদানের আশ্বাসে পশ্চিম গারদহ, কানগাতি, খোরাগাতি ও পূর্ব গারদহসহ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে এই অর্থ নেওয়া হয়। তবে দীর্ঘ সময় পার হলেও ভুক্তভোগীরা কোনো কার্ড পাননি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে পূর্ব গারদহ রশিদ মার্কেট এলাকায় টিসিবির নির্ধারিত চারটি পণ্যতেল, ডাল, লবণ ও চিনিপ্রতি প্যাকেজ ৫৭০ টাকায় বিক্রি শুরু হয়। উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম দুদু খান ও সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।

অভিযুক্ত ইউসুফ ও জয়নাল স্বীকার করেন, তারা জনপ্রতি ৫০০ টাকা নিয়েছেন। তাঁদের দাবি, টিসিবির পণ্য সরবরাহের প্রক্রিয়া চলছে এবং পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে।

ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মুন্না বলেন, “টিসিবির ডিলার পাওয়ার জন্য আগেই গ্রাহক তৈরি করা হচ্ছে, এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, সরকারি সুবিধা নিয়ে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। প্রাথমিক অনুসন্ধান শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



banner close
banner close