রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ২৯ অগ্রহায়ণ, ১৪৩২

চট্টগ্রামে পুনরায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫ ১১:৩৬

আপডেট: ৭ অক্টোবর, ২০২৫ ১২:০৩

শেয়ার

চট্টগ্রামে পুনরায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলীয় সরল ইউনিয়নে ১নম্বর ওয়ার্ডে দু'গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম সরল এলাকায় বিবদমান মনছুর গ্রুপ ও কবির গ্রুপের মধ্যে পূর্বের বিরোধের জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে দুই পক্ষের মধ্যে তুমুল ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলাগুলির ঘটনা ঘটে। এতে দোকানে বসে থাকা ও আশেপাশে থাকা পথচারীসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিও রয়েছেন। গুরুতর আহত অবস্থায় চারজনকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

চিকিৎসক ডা. সৌরভ দেব বাপ্পি জানান, আহত মো. আবু তাহের (৫০), সাইদুল ইসলাম (১৬), নুরুল আবছার (১৫) ও মোহাম্মদ রুবেল (২০) ছররা গুলিতে আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য চমেকে রেফার করা হয়েছে।

এদিকে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের দাবি, পূর্বের বিরোধের জেরে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সোমবার রাতে হঠাৎ করে দোকানঘরে অতর্কিত হামলা চালানো হয়। এতে দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।



banner close
banner close